Festival (16th ISIFF) Briefing for Press:

press breaf

 

১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব, ঢাকা ২০২২

১৯৮৬ সালের আগষ্ট মাসে ‘বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম’ প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একমাত্র স্বাধীন ধারার চলচ্চিত্রকারদের সংগঠন। ১৯৮৮ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম উপমহাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। বর্তমানে এই চলচ্চিত্র উৎসবটি বাংলাদেশের অন্যতম প্রধান উৎসব হিসেবে পরিচিতি লাভ করেছে। বিগত ৩৪ বছর যাবৎ এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের  আসরে উৎসব কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার জনাব নাসির উদ্দিন ইউসুফ এবং উৎসব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ ইমরান হোসেন কিরমানী।

এবারের উৎসব আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান- এর জন্মশতবার্ষিকী, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

আগামী ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে ৪ মার্চ (শুক্রবার), ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব, ঢাকা ২০২২ অনুষ্ঠিত হবে।

উৎসব ভেন্যুঃ এবারের ভেন্যু ৭টি

 

১। জাতীয় নাট্যশালা মিলনায়তান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

২। চিত্রশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

৩। সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

৪। সেমিনার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

৫। মূল মিলনায়তন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

৬। সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘর

৭। বাংলাদেশ ফিল্ম সেন্টার, শাহবাগ, ঢাকা  

 

আমরা এবছর এই উৎসবটিকে দেশের বিভিন্ন বিভাগে নিয়ে যাব। যাতে করে ঢাকা শহরের বাইরের দর্শকরা বিশ্বমানের এই চলচ্চিত্রগুলো দেখতে পারেন। আগামী একমাসের মধ্যে রাজশাহী ও চট্টগ্রামে এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে ট্রাভেলিং ফেস্টিভ্যাল (Traveling Festival) শিরোনামে।

উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে।

 

উদ্বোধনী অনুষ্ঠানঃ  

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি।

 

সমাপনী অনুষ্ঠানঃ  

আগামী ০৪ মার্চ শুক্রবার বিকেল ৪টায় উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. হাছান মাহ্‌মুদ, এমপি।

এবারের মূল ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তন ও চিত্রশালা মিলনায়নতনকে। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা মোট ৪টি করে প্রদর্শনী হবে।  

এছাড়া জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ২৮ ফেব্রুয়ারি, ১ ও ২ মার্চ বিকাল ৪টা ও ৬টায় দুটি করে প্রদর্শনী হবে। বিশেষ এই প্রদর্শনী বাংলাদেশ প্যানোরোমা শিরোনামে আয়োজিত হবে। এখানে বাংলাদেশের বাছাইকৃত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ– এর সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, একই ভেন্যুতে ২ মার্চ (বুধবার) ভারতের বিশিষ্ট চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র নির্মাতা আর.ভি. রামানি- এর রেট্রস্পেক্টিভ অনুষ্ঠিত হবে।

শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষ

২৮ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল চারটায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আলমগীর কবির মেমোরিয়াল লেকচার অনুষ্ঠিত হবে। মূল প্রবন্ধ পাঠ করবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জনাব তানভীর মোকাম্মেল। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন।

১ মার্চ (মঙ্গলবার) বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ন্যাশনাল পলিসি ডায়লগ অনুষ্ঠিত হবে। মূল প্রবন্ধ পাঠ করবেন ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ (IFIB) এর সভাপতি মিস সামিয়া জামান, সভাপতিত্ব করবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।

৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ভারতের বিশিষ্ট চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র নির্মাতা আর.ভি. রামানি- এর মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। মাস্টার ক্লাসের সঞ্চালনা করবেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রামাণ্যচিত্র নির্মাতা মানজারেহাসিন মুরাদ।

৩ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে পার্সোনাল সিনেমা শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন জনাব দেবাশিষ দাস।

এছাড়াও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ উৎসবের আরেকটি কেন্দ্র। উৎসবে আমন্ত্রিত বাংলাদেশের মুক্তধারার চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভের দ্বিতীয় তলার মিলনায়তনে ২৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ৬ দিনব্যাপী প্রদর্শিত হবে। প্রতিদিন দুটি করে প্রদর্শনী হবে। সময় বিকাল ৪টা এবং সন্ধ্যা ৬টা।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ২৭ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান- এর জন্মশতবার্ষিকী উৎযাপনের উপলক্ষে সৈয়দ শাবাব আলী আরজু পরিচালিত “বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়” প্রামাণ্যচিত্রটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদর্শিত হবে। প্রামাণ্যচিত্রটি এ বছর ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, ২০২০ এ প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে।

 

চলচ্চিত্র

এবারের উৎসবে ৩৮৬২ টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে থেকে বাছাই কমিটি ৪১৪ টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত করেছেন। বিশ্বের ১৩০টি দেশের চলচ্চিত্র এবারের উৎসবে প্রদর্শিত হবে।

  

গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র

এবার উৎসবে বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত বেশ কিছু ছবি

  • অস্কার ২০২১ থেকে ২টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র
  • কান ২০২০ থেকে ১০টি এবং ২০২১ থেকে ৮টি
  • সানড্যান্স ২০২০ থেকে ২টি এবং ২০২১ থেকে ১০টি
  • টিফ ২০২০ থেকে ৪টি এবং ২০২১ থেকে ২টি
  • ওবারহাওজেন ২০২০ ও ২০২১ থেকে ৬টি
  • বার্লিন ২০২০ ও ২০২১ থেকে ৬টি
  • লোকারনো ২০২১ থেকে ১০টি
  • বুসান থেকে একটি বাংলাদেশী সহ মোট ১০টি

এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র উৎসব থেকে সাম্প্রতিক সময়ের স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে।

পুরষ্কার

হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার

সুস্থধারার চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য আন্দোলনে বিশেষ অবদান রাখায় সম্মানিত সুধীজনকে “হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার” প্রদান করা হয়। প্রতিবারের ন্যায় এবছরও আমরা এই পুরস্কার প্রদান করব।

১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব, ঢাকা ২০২২ এ আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও স্বল্পদৈর্ঘ্য আন্দোলনের পুরধা ব্যক্তিদ্বয়ের নাম:

১। জনাব মানযারেহাসিন মুরাদ

২। জনাব তানভীর মোকাম্মেল

প্রতিবারের ন্যায় এবারের উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সমূহের মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে মোট তিনটি পুরষ্কার প্রদান করা হবে।

ইন্টারন্যাশনাল কম্পিটিশন – শর্ট ফিকশন

ইন্টারন্যশনাল কম্পিটিশন-ফিকশন এ একটি শ্রেষ্ঠ চলচ্চিত্রকে নির্বাচিত করবেন মাননীয় জুরিবৃন্দ। নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্রের পরিচালককে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক সম্মাননা এক হাজার মার্কিন ডলার প্রদান করা হবে।

ইন্টারন্যাশনাল কম্পিটিশন –শর্ট ডকুমেন্টারি

ইন্টারন্যশনাল কম্পিটিশন- শর্ট ডকুমেন্টারি এ একটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রকে নির্বাচিত করবেন মাননীয় জুরিবৃন্দ। নির্বাচিত শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পরিচালককে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক সম্মাননা এক হাজার মার্কিন ডলার প্রদান করা হবে।

তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্ট

তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্ট সেকশনে বাংলাদেশি তরুণ প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র থেকে একটি শ্রেষ্ঠ চলচ্চিত্রকে নির্বাচিত করবেন মাননীয় জুরিবৃন্দ। নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্রের পরিচালককে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক সম্মাননা পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে।

করোনা মহামারির প্রকোপের জন্য আমরা উৎসবটি স্বল্প পরিসরে আয়োজন করেছি। প্রতিবারের ন্যায় এবারো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন। বিশেষভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড উৎসব আয়োজনে সহযোগিতা করেছে। এছাড়াও ব্যক্তি পর্যায়েও অনেকে সহযোগিতা করেছেন।

Download PDF Version